নাটোরের লালপুরে দুই শিশুকে ধর্ষণ মামলায় ইয়াকুব আলী (৩৬) একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইমদাদুল হক এই রায় ঘোষণা করেন।
ইয়াকুব আলী নাটোর লালপুর উপজেলার শ্রীরামগাড়ী এলাকার এসকেন আলীর ছেলে।
মামলা সূত্র জানায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর লালপুর উপজেলার শ্রীরামগাড়ী এলাকার ইয়াকুব আলী দুই শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে ডেকে নিয়ে যায়। এসময় ইয়াকুব আলী শিশু দুটিকে ধর্ষণ করে।