চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজ নগরের কাছে নূর আয়েশার টেক নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের নাথপাড়ার রায়মোহন নাথের ছেলে শয়ন নাথ (২৫) ও ক্ষীরমোহন নাথের ছেলে শিপন নাথ (৩২)।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, তেলবাহী ট্রাকের (চট্ট মেট্রো ঢ- ৪১-০০৫৭) সাথে মোটরসাইকেলের (কুমিল্লা হ-১৩-৮৫০২) সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটান্থলেই মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়।
চকরিয়া বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, চট্টগ্রামমুখী তেলবাহী ট্রাকের (চট্টগ্রাম মেট্রো-চ ৪১-০০৫৭) ধাক্কায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (কুমিল্লা-হ ১৩-৮৫০২) আরোহী দুই জন ঘটনাস্থলেই নিহত হয়। এই ব্যাপারে আইনগত পদক্ষেপ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।