নাটোরের বড়াইগ্রামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে পারভিন খাতুন (১২) নামে এক মেয়ের বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার চোদ্দমাথা কৈডিমা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ।
এসময় গোপনে বিয়ের আয়োজন করায় মেয়ের বড় বোন ও দুলাভাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে গোপনে বিয়ের আয়োজন করায় বিয়ে বন্ধ করে মেয়েটিকে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা করা হয়।
এছাড়া বাল্য বিয়ে আয়োজন করায় মেয়ের বড় বোন ও দুলাভাইকে জরিমানা করা হয়।