সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম থেকে এ ম্যারাথন শুরু হয় এবং সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পুরাতন জেলখানা ঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ৩৭ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারীর আয়োজনে ম্যারাথন উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.ফারুক আহম্মাদ,বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল সাফায়েত জামিল, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট আবু ইউসুফ সুর্য্য, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।
এসময় জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যডভোকেট কেএম হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী ড.জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ উপস্থিত ছিলেন। দেশব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন কার্যক্রম আগামি ৭মার্চ পর্যন্ত চলমান থাকবে।