“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো- নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও টিআইবি’র সহযোগীতায় আজ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকাল ৯ টায় জেলা শিল্পকলার সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নি’র সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুব আলম, সিভিল সার্জন ডা. মোঃ হুমায়ুন শাহীন খান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা, জাগোনারীর নির্বাহী হোসনেয়ারা হাসি প্রমূখ। র্যালী ও আলোচনায় অংশগ্রহন করেন, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও নারী সংস্থাগুলো। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ ও ৯ মার্চ ২ দিন ব্যাপী বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মাঠ প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি