গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় নতুন ১০৯ জনের সংক্রমণ চিহ্নিত হয় । চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩৫ হাজার ১০৮ জনে। সংক্রমণ হার ৫ দশমিক ৯৬ শতাংশ। গতকাল কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, সোমবার নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৮২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ১০৯ জীবাণুবাহকের মধ্যে শহরের বাসিন্দা ৯৯ জন এবং ছয় উপজেলার ১০ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারী, সাতকানিয়া, পটিয়া ও বোয়ালখালীতে ২ জন করে এবং চন্দনাইশ ও সীতাকু-ে ১ জন করে রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১০৮ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ২৭ হাজার ৫৬৭ জন ও গ্রামের ৭ হাজার ৫৪১ জন।
গতকাল করোনায় কারো মৃত্যু হয়নি। জেলায় মৃতের সংখ্যা ৩৭৫ জনই রয়েছে। এর মধ্যে শহরের ২৭৪ জন ও গ্রামের ১০১ জন। সুস্থ্যতার সনদ দেয়া হয় ৬৯ জনকে। জেলায় মোট আরোগ্যলাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ হাজার ২৫০ জনে। এদের ৪ হাজার ৪৩৫ জন হাসপাতালে ও ২৭ হাজার ৮১৫ জন বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন। কোয়ারেন্টাইনে গতকাল যুক্ত হন ২০ জন। ছাড়পত্র নেন ১০ জন। বর্তমানে ৯৬২ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।