কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় ভোটার দিবস-২০২১ পালিত হয়েছে।
বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে তৃতীয়বারের মতো পালিত হলো জাতীয় ভোটার দিবস। সকাল ১০.০০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
কুমারখালী উপজেলা নির্বাচন অফিসার শিরিনা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তামান্না তাসনিম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী সহ উপজেলার অন্যান্য দপ্তর প্রধানগন।