সিরাজগঞ্জের রায়গঞ্জে ভটভটি উল্টে চালক টুটুল হোসেন ভোলা (২০) নিহত হয়েছে।
শনিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রায়গঞ্জ উপজেলার নিঝুরি নামক স্থানে এই ঘটনা ঘটে ।
নিহত টুটুল হোসেন ভোলা রায়গঞ্জ উপজেলার রয়হাটি গ্রামেরর রহিম বক্সের ছেলে ।
নিহতের বোনের জামাই হাফিজুল ইসলাম বলেন, নিঝুরি এলাকায় একটি ইটভাটা থেকে ভটভটি নিয়ে বাড়ি ফেরার পথে ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থালে তার মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।