সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ী মহাসড়কের রাস্তার উপর একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১৪১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২ এর স্পেশাল কোম্পানি। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর থানার নবাবগঞ্জ থানার মো. সোহেল রানা (২৫) এবং মো. শাহিন মিয়া (২০)।
আজ রবিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাব ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজের নেতৃত্ব অভিযান চালিয়ে একটি ট্রাক ও ১৪১ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে ২ জনকে গ্রেফতার করা হয়। পরে এ বিষয় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।