চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২০৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পরে। সংক্রমণ হার ১১ দশমিক ১১ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত এক রোগী মারা গেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরীর ছয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৮৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২০৮ জনের মধ্যে শহরের বাসিন্দা ১৭৪ জন এবং নয় উপজেলার ৩৪ জন। জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ৩৮ হাজার ৫শ’ জন।
এর মধ্যে শহরের ৩০ হাজার ৫৩২ জন ও গ্রামের ৭ হাজার ৯৬৮ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ১৩ জন, সীতাকুণ্ড ও ফটিকছড়িতে ৫ জন করে, লোহাগাড়া ও রাউজানে ৩ জন করে, মিরসরাইয়ে ২ জন এবং রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও বাঁশখাালীতে ১ জন করে রয়েছেন।
গতকাল চট্টগ্রামে করোনায় এক রোগীর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা এখন ৩৮৪ জনে দাড়িয়েছে। এতে শহরের বাসিন্দা ২৮১ জন ও গ্রামের ১০৩ জন। সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছেন ৪৯ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা এখন ৩৩ হাজার ৬৬৭ জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নেন ৪ হাজার ৫৭২ জন এবং হোম আইসোলেশেনে থেকে চিকিৎসায় সুস্থ্য হয়ে ওঠেন ২৯ হাজার ৯৫ জন। হোম আইসোলেশনে নতুন যুক্ত হন ২৫ জন ও ছাড়পত্র নেন ১৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১০৯ জন।