বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়র মোশারফ হোসেন বলেছেন, সিডিএ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে সমন্বিতভাবে কাজ করলে চট্টগ্রামে জলাবদ্ধতা থাকবে না। তবে, নালা-নর্দমা, নদী ও খালে ময়লা ফেলা থেকে জনগণকে বিরত থাকতে হবে। এজন্য চসিকের কাউন্সিলরদের মনিটরিং করতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে, নগরীর ৩নং পাঁচলাইশ শীতল র্ঝনা খালের ওপর নির্মিত শহীদনগর ব্রিজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিডিএ বোর্ড সদস্য এম আর আজিমসহ সিডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।