চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নতুন স্থাপন করা ৮টি আইসিইউর সেবা চালু হয়েছে। গতকাল থেকে এসব নতুন আইসিইউতে রোগী ভর্তি শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করে জেনারেল হাসপাতালের করোনা টিমের ফোকাল পারসন ডা. আব্দুর রব মাসুম বলেন, প্রথম দিন (মঙ্গলবার) ৩ জন রোগীকে নতুন আইসিইউতে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, স্থাপনের কাজ শেষে গত ৮ এপ্রিল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নতুন এই ৮ আইসিইউর উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
উদ্বোধন হলেও প্রয়োজনীয় চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স না পাওয়ায় এতদিন এসব আইসিইউ শয্যার সেবা চালু করা যায়নি। এখন প্রয়োজনীয় জনবল পাওয়ায় এসব আইসিইউর সেবা চালু করা হয়েছে। নতুন ৮টিসহ বর্তমানে জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। ১৮ আইসিইউতে গতকাল ১৩ জন রোগী ভর্তি ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, বিশেষায়িত করোনা হাসপাতাল হিসেবে করোনা রোগীদের চিকিৎসা সেবা চালুর পর গতবছর প্রথম দফায় ১০টি আইসিইউ শয্যা স্থাপন করা হয় জেনারেল হাসপাতালে। একই বছর ২৩ এপ্রিল এসব আইসিইউ শয্যায় সেবা চালু হয়।