নাটোরের বড়াইগ্রামে ৮০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কয়েন বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দিলিপ কুমার দাস জানান, সকালে কয়েন বাজার এলাকায় মহাসড়কের পাশে একটি ডিপঘর সংলগ্ন এক বৃদ্ধার লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। লাশের পরিচয় পাওয়া যায় নি। ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি