নিউজ ডেস্ক / বিজয় টিভি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইফ সায়েন্স অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী “লাইফ সায়েন্স ফর ইমাজিং ফিউচার অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্টট” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।
আজ (শুক্রবার) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টারমহিবুল হাসান চৌধুরী । বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.আলাউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন টাঙ্গাইল সদর আসনের সাংসদ সানোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন এবং কনফারেন্স এর আহবায়ক প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ্।
কনফারেন্সে দেশি-বিদেশি স্বনামধন্য প্রফেসর, একাডেমিশিয়ান, গবেষকগণ প্রবন্ধ পাঠের পাশাপাশি আলোচক, মূল প্রবন্ধ উপস্থাপন ও দাওয়াতপ্রাপ্ত অতিথি হিসেবে লাইফ সায়েন্স অনুষদের ৬টি বিভাগের অধীনে অপরাধ, বায়ো-টেকনোলজি, ফার্মেসি,খাদ্য-প্রযুক্তি, বায়োকেমেষ্ট্রি এবং পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখা সম্পর্কিত সমসাময়িক গবেষণামূলক ১৮৩টির বেশি প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি