নিরাপদ উপায়ে সবজী ও ফল চাষ এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনার উপর কুষ্টিয়ার কুমারখালীতে ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় কুমারখালী উপজেলা পরিষদ হল রুমে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কুমারখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৩০ জন কৃষককে আধুনিক প্রযুক্তি নির্ভর ও কৃষিতে দক্ষতার বৃদ্ধির লক্ষে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক কৃষকের মাঝে একটি করে ব্যাগ,খাতা,কলম ও ১৩৫০ টাকা সন্মানী ভাতা প্রদান করা হয়।কুমারখালী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দ্বেবাশীষ কুমার দাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার রাইসুল ইসলাম।