কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম জোয়ার্দারের (৮১) লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছ।
বৃহস্পতিবার দুপুরে কুমারখালী স্পোর্টিং ক্লাব মাঠে উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের উপস্থিতিতে পুলিশের একটি চৌকশ দল রহিমকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম জোয়ার্দারের জানাযায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান ও সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান ও সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনুসহ প্রমূখ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম জোয়ার্দার বার্ধক্যজনিত কারনে বৃহস্পতিবার সকালে কুমারখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের এলংগী পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্বাধীনতার পরে ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ঐতিহ্যবাহী কুমারখালী পৌরসভার প্রথম চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।