চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর সুনির্দিষ্ট কিছু এলাকায় নিত্য যানজট নিরসনের লক্ষ্যে ছয়টি সড়ক প্রশস্ত করার পরিকল্পনা নিয়েছে।
এই সড়কগুলো হলো : গণি বেকারি থেকে কাজীর দেউড়ি, কাজীর দেউড়ি থেকে গোলপাহাড় মোড়, লাভলেন থেকে চেরাগী পাহাড় মোড় হয়ে নন্দনকানন, ফিরিঙ্গীবাজার থেকে সদরঘাট মোড়, কমার্স কলেজ মোড় থেকে মাদারবাড়ি-বারিক বিল্ডিং মোড় এবং বহদ্দারহাট থেকে অক্সিজেন-কুয়াইশ রোড।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, ‘অপ্রশস্ত সড়কের কারণে নগরীর কয়েকটি এলাকায় প্রতিদিন অস্বাভাবিক যানজট হচ্ছে। আমরা সড়কগুলো প্রশস্ত করার পরিকল্পনা করেছি। বর্তমানে ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে। এরপর ডিপিপি প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। গুরুত্ব ও প্রয়োজন তুলে ধরে প্রকল্পগুলো তাঁর নজরে আনা গেলে তিনি অবশ্যই এগুলো অনুমোদন দেবেন বলে আমার বিশ্বাস।’
নগর পরিকল্পনাবিদদের মতে, চট্টগ্রাম মহানগরীতে প্রয়োজনের অনুপাতে রাস্তার পরিমাণ ও হার কম। স্বাভাবিকভাবে বিশ্বমানের একটি নগরীতে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত রাস্তা থাকে। সেখানে চট্টগ্রাম মহানগরীতে রাস্তা আছে ১২ থেকে ১৫ শতাংশ, যা শুধু বিশ্বমানেই নয়, নূন্যতম প্রয়োজনের তুলনায়ও কম।
সিডিএ সূত্রে জানিয়েছে, সড়কের অপ্রতুলতার বিষয়টি মাথায় রেখে সিডিএ ইতিমধ্যে অনেকগুলো রাস্তা ও ফ্লাইওভার নির্মাণ করেছে। কিন্তু নগরীর গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত কিছু সড়ক এখনো অপ্রশস্ত থেকে যাওয়ায় যানজট জনপ্রত্যাশা অনুযায়ী কমিয়ে আনা সম্ভব হয়নি। বিষয়টি জনগুরুত্বপূর্ণ চিন্তা করে সিডিএ ছয়টি রাস্তা সম্প্রসারণের একটি প্রকল্প গ্রহণ করেছে।