সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার কাপড়ের হাটের সামনে অভিযান চালিয়ে হেরোইনসহ এক নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র্যাব ১২ এর স্পেশাল কোম্পানি। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার মোছাঃ আন্না বেগম (৪০) ও মোঃ রফিকুল ইসলাম(২৮) ।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ র্যাব ১২ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাব ১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানার নেতৃত্ব অভিযান চালিয়ে ০৫ গ্রাম হেরোইন,মোবাইলসহ হাতে নাতে ২ জনকে গ্রেফতার করা হয়। পরে এ বিষয় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় মাদকদ্রব্য বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।