ঘূর্ণিঝড় ইয়াসের কারণে দুই দিন বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়ায় সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ৮৫টি লঞ্চ চলাচল করছে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ রুটে ১৪টি ফেরি চলছে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তারা।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রীর চাপ না থাকলেও ঘাটে ছোট গাড়ির চাপ বেড়েছে।