1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. dcm01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
কালীগঞ্জে স্ক্র্যাবলের আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত - বিজয় টিভি
ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

কালীগঞ্জে স্ক্র্যাবলের আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৭ বার পড়া হয়েছে

ইংরেজি শব্দ ভান্ডার সমৃদ্ধ করার খেলা স্ক্র্যাবল । যেখানে একেকটি ইংরেজি অক্ষর দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থবহ শব্দ তৈরি করা হয়। যা একটি প্রতিযোগিতায় রূপ নিয়েছে।

জানা গেছে, পৃথিবীর বিভিন্ন দেশে খেলাটির প্রচলণের পাশাপাশি অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক প্রতিযোগিতা। তবে বাংলাদেশে এই খেলাটি এখন পর্যন্ত সেভাবে পরিচিত হয়ে ওঠেনি।

তবে রোববার (৭ এপ্রিল) প্রথমবারের মতো আন্তর্জাতিক স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ-২০১৯ অনুষ্ঠিত হলো।

দিনব্যাপী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জে। এর আয়োজন করেছে কালীগঞ্জ কে ইউ পি উচ্চ বিদ্যালয়। আয়োজক বিদ্যালয়টি দাবি করেছে, এর আগে বাংলাদেশে স্ক্র্যাবলের আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।

জানা গেছে, এ চ্যাম্পিয়নশিপে মোট ৪১টি বিদ্যালয়ের ৭৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে দুটি বাদে সবগুলো মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়। আর এর মধ্যে নেপালের ৯টি বিদ্যালয়ের ১০জন প্রতিযোগী স্ক্র্যাবল প্রতিযোগিতায় অংশ নেয়।

রোববার সকালে বাংলাদেশি শিক্ষার্থীরা নেপালী জাতীয় সঙ্গীত এবং নেপালী শিক্ষার্থীদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়। পরে উভয় দেশের শিক্ষার্থীরা গান, নৃত্য ও মনমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করে। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান, অফিসার ইনচার্জ মকবুল হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, কে ইউ পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ, এনটিভির সিনিয়র রিপোর্টর এ কে এম মঈনুল হক প্রমুখ।

বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন লালমনিহাটের জেলা প্রশাসক শফিউল আরিফ। আন্তর্জাতিক স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ-২০১৯ এ নেপালের গণেশ সেকেন্ডারি স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী বিরাট সাপকোটা চ্যাম্পিয়ন এবং কালীগঞ্জ কেউপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আহনাফ মাশফিক রানার্সআপ হয়।

আয়োজকরা জানায়, বছর দুয়েক আগে নেপালের একটি প্রশিক্ষক দল কালীগঞ্জ কে ইউপি উচ্চ বিদ্যালয়ে এসে বদলুল আলম যাদু ও নুরুজ্জামান নামের দুজন শিক্ষককে স্ক্যাবলের প্রশিক্ষণ দেন। এরপর ওই দুই শিক্ষকই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্ক্যাবল প্রশিক্ষণ দেন। পরবর্তিতে গত বছর কেইউপি উচ্চ বিদ্যালয়ের একটি দল নেপালে গিয়ে স্ক্যাবলের একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। এরই ধারাবাহিকতায় গতকাল কালীগঞ্জে আয়োজন করা হয় স্ক্যাবল চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশি প্রতিযোগী করিম আল সাফিন জানায়, স্ক্যাবলের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি করা যায়। ফলে আমরা প্রতিযোগিতার মাধ্যমে অনেক শব্দের সাথে পরিচিতও হতে পারি। নেপালী প্রতিযোগী নিশা ভাট্টারি প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের অনূভুতি প্রকাশ করে এভাবে, ‘এটা একটা অনেক মজার গেম। আর এই প্রতিযোগিতায় বাংলাদেশে এসে অনেক ভালো লাগলো।’

আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদ তাদের আয়োজনের উদ্দেশ্যে সম্পর্কে বলেন, ‘এশিয়ান অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্ক্যাবলের ইভেন্ট আছে। কিন্তু আমাদের দেশে খেলাটির প্রচলন নেই বলে কোনো প্রতিযোগী প্রতিযোগিতা গুলোতে অংশ নিতে পারে না। আর খেলাটির মাধ্যমে ইংরাজি শব্দ ভান্ডার অনেক সমৃদ্ধ করা যায়। মূলত দেশে খেলাটি পরিচিত করতেই আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য।

 

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দাম কমল ১২ কেজি এলপিজির

দাম কমল ১২ কেজি এলপিজির

বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.