হঠাৎ করে উত্তরের জেলা নাটোরে করোনা সংক্রমনের হার বৃদ্ধি পেয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ প্রশাসন মাঠে কাজ করছে।
ভীড় কমাতে, মাস্ক ছাড়া শহরে যাতে প্রবেশ না করতে পারে এবং অতিরিক্ত জনসমাগম যাতে না হয় সেজন্য শহরের বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসিয়েছে পুলিশ প্রশাসন ।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, গতকাল সোমবার ২৪ ঘন্টায় ২৯ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়। তার মধ্যে ১১ জনই করোনা পজেটিভ। এতে সংক্রমনের হার শতকরা ৩৭.৯ ভাগেরও বেশী। সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৬৪ জন এবং আক্রান্তের হার শতকরা ৪৫ ভাগ। স্বাস্থ্যবিধি মেনে না চলায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। স্বাস্থ্যবিধি মানাতে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, মাস্ক বিতরণ, মোবাইল কোর্ট পরিচালনাসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, যাতে মানুষ মাস্ক ছাড়া শহরে প্রবেশ এবং অযথা জনসমাগম না করতে পারে এজন্য বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে। করোনা সংক্রমন না কমা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।