খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটির জেরেই আবুল বাশারকে হত্যা করা হয়।
বুধবার (০২ জুন) সকালে, খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে, পুলিশ সুপার আব্দুল আজিজ বলেন, হত্যার পর আসামিরা মরদেহ গুম ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জ্বালিয়ে নষ্ট করে। কিন্তু, তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে, আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত শুক্রবার, আবুল বাশারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।