সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা।
আটককৃতরা হলো, লালমনির হাট জেলার পূর্ব আমজন গ্রামের খোকা শেখের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও বনচৌকি পূর্বপাড়া গ্রামের রমজান আলীর ছেলে তোহিদুল ইসলাম (৩০)।
শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মি. জন রানা।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এই মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারীদের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার (৪ জুন) গভীর রাতে জেলার রায়গঞ্জের সিমলা জোরপুড় ঢালে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ও উদ্ধারকৃত আলামতসহ তাদের সকালে রাগয়ঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।