কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পাহাড় ধসে নূর হাসিনা ও রহিম উল্লাহ নামে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
শনিবার (০৫ জুন) সকালে, ভারি বর্ষণের কারণে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসতঘর সংলগ্ন পাহাড় ভারী বৃষ্টিতে ধসে পড়ে। এতে পাহাড় ধসে টেকনাফের ২১ নম্বর চাকমারকূল শরণার্থী শিবিরে এক নারী এবং উখিয়ার ময়নারঘোনা শরণার্থী শিবিরে এক পুরুষের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোহা নয়ন বলেন, খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত এপিবিএন সদস্যরা আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।