সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার পৌর এলাকায় ৭দিনের কঠোর বিধি-নিষেধের প্রথম দিন আজ। করোনা সংক্রমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে ১৮ জুন’২১ মধ্যরাত পর্যন্ত ৭দিনের কঠোর বিধি-নিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয় বিধি-নিষেধ চলাকালীন সময়ে কুষ্টিয়া পৌরসভা এলাকায় সকল ধরণের যান চলাচল বন্ধের পাশাপশি ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। তবে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৮টা থেকে দুুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ২০৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৬১জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের হার ৩০ শতাংশ। গত ৬দিনে জেলায় নতুন করে ৩৫৫জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪শ ৯৪ জন। সব মিলিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১৩০।
কুষ্টিয়া পৌর এলাকায় কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে কাজ করছে প্রশাসন।