গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে ১৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ১৪ দশমিক ৪৪ শতাংশ। এ সময় করোনায় ২ জনের মৃত্যু হয়। একই সময়ে সুস্থ হয়ে ওঠেন ২৭২ জন।
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টের তথ্য অনুযায়ী, নগরীর নয়টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বুধবার ১ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা মধ্যে নতুন শনাক্ত হয় ১৬৯ জন। এদের মধ্যে শহরের ১১৭ জন এবং নয় উপজেলার ৫২ জন। জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ৫৫ হাজার ৪৬৬ জন।
জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৬৫০ জন হয়েছে। এর মধ্যে ৪৫৫ জন শহরের ও ১৯৫ জন গ্রামের। সুস্থ্যতার ছাড়পত্র দেয়া হয় ২৭৩ জনকে। ফলে মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৪৭ হাজার ৪৩৮ জনে উন্নীত হলো। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নেন ৬ হাজার ১৭৯ জন ও বাসায় চিকিৎসায় সুস্থ্য হন ৪১ হাজার ২৫৯ জন। হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইনে যুক্ত হন ৫০ জন ও ছাড়পত্র নেন ২০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ১৫০ জন।