চট্টগ্রামে পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্মের ৯১ হাজার ২শ’ ডোজ করোনাভাইরাসের টিকা।
শুক্রবার (১৮ জুন) সকালে ফ্রিজার ভ্যানে করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসব ভ্যাকসিন নিয়ে আসা হয়। চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এসব টিকা বুঝে নেন।
তিনি বলেন, টিকাগুলো সংরক্ষণ করা হবে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে। তবে, টিকা পাওয়া গেলেও তা বিতরণ ও প্রয়োগ কার্যক্রম কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
এর আগে, গত ৩১ জানুয়ারি, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনার টিকা চট্টগ্রামে আসে। পরে, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ৩ লাখ ৬ হাজার ডোজ টিকা আসে। এবং ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় টিকাদান কার্যক্রম।