কুষ্টিয়ার কুমারখালীতে করোনার কঠোর বিধিনিষেধ অমান্য করায় ২৪ জনকে ৪০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ জুন) সন্ধ্যায় কুমারখালীর কাজীপাড়া মোড়, গণমোড়, হলবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান বলেন, করোনার কঠোর বিধিনিষেধ অমান্য করায় ২৪ জনকে ৪০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, কুষ্টিয়ায় করোনার প্রকোপ আকার ধারণ করেছে। সবাইকে সরকারি বিধিনিষেধ মানতে বলা হয়েছে। যারা এ বিধিনিষেধ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এসময় কুমারখালী থানা পুলিশ, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।