সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সনাক্তের হার ৪২ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় জেলায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রোগীর অতিরিক্ত চাপে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎকরা। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা রোগীর জন্য ১শ বেডের বিপরিতে ১৭২জন রোগী ভর্তি রয়েছে। করোনা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১শ বেড থেকে ২শ বেডে উন্নিত করা হচ্ছে। আপাতত জরুরী সেবা ছাড়া হাসপাতালের সকল বর্হিবিভাগের চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।
কুষ্টিয়ায় ৭দিনের কঠোর লকডাউনের ৫ম দিন চলছে। লকডাউন কার্যকর করার জন্য জেলা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন। এর মধ্যেও কোনোভাবেই কমানো যাচ্ছে না করোনায় সংক্রমণের ঊর্ধ্বমুখী হার ও মৃত্যু। গতকাল স্বাস্থ্যবিধি ভাঙার জন্য জেলাজুড়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছেন।
উল্লেখ্য, অস্বাভাবিক হারে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ২০জুন মধ্যেরাত থেকে ২৭জুন মধ্যেরাত পর্যন্ত ৭দিনের কঠোর লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন।