করোনার প্রকোপের কারণে কুষ্টিয়া পৌরসভা এলাকায় চলমান লকডাউনের মেয়াদ আগামী ১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
রবিবার (২৭ জুন) রাতে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা পর্যন্ত এই কঠোর লকডাউন বলবৎ থাকবে। চলমান লকডাউন ২৭ জুন মধ্যরাত পর্যন্ত চলার কথা ছিল।
এদিকে পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় জেলায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে লকডাউন কার্যকর করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। শহরের বিভিন্ন প্রবেশ মুখে বসানো হয়েছে চেক পোস্ট। এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানা আদায় করছে।