কুষ্টিয়ার কুমারখালীতে সিএনজি, অটো ভ্যান চালক ও কুল্ফিমালাই বিক্রেতাসহ ৫৩২ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম চত্বরে উপজেলার বিভিন্ন অঞ্চলের অসহায় ও দুস্থ,সিএনজি চালক ও কুলফিমালাই বিক্রেতা এবং অটো ভ্যান চালকদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ তহবিল থেকে এই সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলামের সার্বিক তত্বাবধায়নে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
এসময় রাজিবুল ইসলাম খান ত্রাণপ্রাপ্ত সবাইকে, এই মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে সরকারী বিধিনিষেধ মেনে চলে ধৈর্য ধারণ করার জন্য আহ্ববান জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানা গেছে, ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে চাল, ২ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি,আধা কেজি সুজি, ১ পিচ করে সাবান দেওয়া হয়।