1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
তুই মদ আনবি, ব্যবসা আমি শিখিয়ে দিমু: যাত্রীকে কাস্টমস কর্মকর্তা - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

তুই মদ আনবি, ব্যবসা আমি শিখিয়ে দিমু: যাত্রীকে কাস্টমস কর্মকর্তা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কাস্টমস হাউজের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠেছে। পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে নানা উপায়ে টাকা আদায় করা হয়। টাকা না দিলে করা হয় হয়রানি।দুই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে পাসপোর্টধারী যাত্রীকে মাদক চোরাচালানের প্রস্তাব দেয়ারও অভিযোগ ওঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও আসে যমুনা টিভির হাতে।

মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায়, আখাউড়া কাস্টমস হাউজের শুল্ক গোয়েন্দা ইন্সপেক্টর সজিব পাল ও কাস্টমস ইন্সপেক্টর আসাদুজ্জামান ফারুক ব্যাগেজ স্কিনিং কক্ষে বসে এক যাত্রীকে উদ্দেশ্য করে মাদক চোরাচালান নিয়ে কথা বলছেন। সেখানে আসাদুজ্জামান ফারুক মামসাদ আলম লস্কর নামের ওই যাত্রীকে উদ্দেশ্য করে বলছেন, ‘ তুই ওয়াইন আনবি, এক ওয়াইনে ব্যবসা করবি ৫ হাজার। কী ওয়াইন আনবি আমি কইয়া দিমু। একটা লাগেজে করে আনবি। আমগো যদি দেস তুইও ব্যবসা করে যাবি। তোরে ব্যবসা শিখায়ে দিমু’।

এ বিষয়ে লস্কর জানান, তার কাছে জামাকাপড় ও চকলেট ছিলো। এসময় তাকে কাস্টমস অফিসার আটকায় এবং টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার পাসপোর্ট ও মালামাল আটকে তাকে জরিমানা করা হয়। জরিমানার কারণ জানতে চাইলে কাস্টমস অফিসার বলেন তার কাছে নাকি ফেন্সিডিল পাওয়া গেছে। তখন তিনি তার পাশে থাকা একজনকে তার ব্যাগে ফেন্সিডিলের বোতল রেখে তাকে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করেন।

অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি শুল্ক গোয়েন্দা ইন্সপেক্টর সজিব পাল। আর ক্যামেরার সামনে কাস্টমস ইন্সপেক্টর ফারুক দাম্ভিক আচরণ করেছেন। তিনি বলেছেন, প্রমাণ থাকলে কিছু করেন। আপনি আমার সম্পর্কে ধারণা রাখলে এমন কথা বলতেন না।

আখাউড়া কাস্টমস হাউজে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও হয়রানির অভিযোগের শেষ নেই। পাসপোর্টধারী যাত্রীদের অভিযোগ, নানা অজুহাত কিংবা ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়।

এসব বিষয়ে কিছুই জানেন না দাবি করে আখাউড়া কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন , এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তথ্য প্রমাণের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য, আখাউড়া ইমিগ্রেশন হয়ে প্রতিদিন ৬শ’ থেকে ৭শ’ পাসপোর্টধারী ভারতে যাতায়াত করেন। উৎসব-পার্বনে এই সংখ্যা আরও বাড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

আবারও মা হতে যাচ্ছেন সোনম কাপুর!

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মহানবমী আজ, মণ্ডপে বিদায়ের সুর

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

আবারও মা হতে যাচ্ছেন সোনম কাপুর!

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.