1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের নির্দেশ নিক্সন চৌধুরীর - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের নির্দেশ নিক্সন চৌধুরীর

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

ফসলি জমি থেকে অবৈধভাবে ভেকু ও ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। সেই সঙ্গে যাদের কাছে দেশীয় অস্ত্র আছে, তাদের স্বেচ্ছায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি। অন্যথায় কঠিন ব্যবস্থার কথা জানান।

শনিবার (৩ জানুয়ারি) সদরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নিক্সন চৌধুরী বলেন, সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়কেকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন করতে হবে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের সঙ্গে নিয়ে একটি অভিযান পরিচালনা করবো। কৃষ্ণপুর ইউনিয়নকে ঠাণ্ডা করতে পারলে সদরপুরে আর কোনো সমস্যা থাকবে না। এছাড়া চরমানারই ইউনিয়ন বর্ডার এরিয়া, তাই ওখানে মাদকের আনাগোনা থাকতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার ও উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.