রাজশাহীর শাহমখদুম এলাকায় শরিফ মণ্ডল নামের এক ব্যক্তির ৫৫টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর মেট্রোপলিটন কলেজের সামনে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী শরিফ মণ্ডল বলছেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে শাহমখদুম থানায় তিনি লিখিত অভিযোগ দেবেন।
তিনি বলেন, এটি তার পৈত্রিক সম্পত্তি। দীর্ঘদিন থেকেই তিনি এই জমিতে চাষাবাদ করে আসছেন। সেখানে বিভিন্ন জাতের শতাধিক আমগাছ ছিল। রাজশাহী সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান ডালিম এমনটি ঘটিয়েছে বলে অভিযোগ তার।
শরিফ আরও বলেন, বিভিন্ন সময় নানাভাবে ওই জমি কেনার প্রস্তাব দিয়ে আসছিলো ডালিম। জমি বিক্রি না করায় ভয়ভীতি দেখিয়ে দখল নেয়ার চেষ্টাও করেছে। এই গাছ কাটার পেছনেও তিনিই জড়িত।
তবে অভিযুক্ত মতিউর রহমান ডালিম বলেন, গাছ কাটার বিষয়ে তিনি কিছু জানেন না। ওই ব্যক্তির জমির পাশে তার জমি রয়েছে। তার কাছে কোনো জমি কেনার বিষয়ে কথা হয়নি। এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ বিষয়ে পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা।