চট্টগ্রামের রাউজানে বাস-ট্রাকের সংঘর্ষে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন।
সোমবার গহিরা হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় চট্টগ্রাম রাঙামাটি সড়কে এ ঘটনা ঘটে। এতে ট্রাকের সামনের সিটে বসা হেলপার মুহাম্মদ বেলাল ঘটনাস্থলে মারা যান। তিনি হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনির আব্দুল খালেকের পুত্র। রাউজান হাইওয়ে থানার ওসি জহিরুল হক জানান, ফায়ার সার্ভিসের লোকজন নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি