নিউজ ডেস্ক / বিজয় টিভি
নগরের আকবরশাহ এলাকা থেকে অস্ত্র-গুলিসহ মো. হারুন প্রকাশ টেইলার হারুন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার সকালে আকবরশাহ থানার মুজিবনগর বড়টেক পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম মাহমুদ। তার কাছ থেকে তিনটি অস্ত্র, তিন রাউন্ড গুলি, দুইটি কিরিচ এবং অস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এদিকে নগরের বাকলিয়া থানার ইসহাকের পুল এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ মো. মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে গ্রেফতার করা হয় বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি