নিউজ ডেস্ক / বিজয় টিভি
বাজেট প্রণয়ন নয় বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার সকালে, সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং সেক্টরের জন্য উপযোগী যা কিছু দরকার তার সবই থাকবে বাজেটে। বলেন, দেশে চার কোটি মধ্য আয়ের মানুষ থাকলেও ট্যাক্স দেয় মাত্র পাঁচ লাখ মানুষ। আগামীতে ট্যাক্স না দিয়ে কেউ থাকতে পারবেন না বলেও জানান তিনি। এবার বাজেট ঘাটতি ৫ শতাংশ ধরা হবে বলেও জানান অর্থমন্ত্রী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি