নিউজ ডেস্ক / বিজয় টিভি
রমজান মাসেই একটি অসাধু ব্যবসায়ী চক্র ভোগ্য পণ্যের দাম বাড়িয়ে রোজাদারদের অতিষ্ট করে তোলে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র রমজানে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী ইফতার মাহফিলে শুক্রবারের মুনাজাতে তিনি এ কথা বলেন। নগরীর জিইসি মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, কার্যনির্বাহী সদস্য অমল মিত্র সহ আরো অনেকে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি