কক্সবাজারের মহেশখালীতে কবরস্থান দখলে নেয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে ৩ গ্রামের হাজারো মানুষ।
বিকেলে মহশেখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ভূমিদস্যু বাদশা মিয়ার নেতৃত্বে দুইশত বছরের পুরানো কবরস্থানের পাহাড় অর্ধেক কেটে দখল করা হয়েছে। এতে বিলীন হয়েছে ২৫ থেকে ৩০টি কবর। এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি