দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় অভিযান চালিয়ে ৩ হাজার মিটার জাল এবং ২টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, হালদায় এখন মা মাছের ডিম ছাড়ার মৌসুম। দখল ও দূষণ থেকে হালদাকে রক্ষা করে হালদায় মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।