চট্টগ্রাম জেলায় আসন্ন ঈদ উপলক্ষে উপকূলীয় জনসাধারণের সুবিধার্থে নিরাপদ নৌ-পরিবহন ব্যবস্থা সক্রান্ত এক সভা হয়েছে।
জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ, নৌ-বাহিনী, কোস্টগার্ড, র্যাব, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সহ সরকারী কর্মকর্তারা। সভায় জানানো হয়, ৩০ মে থেকে চট্টগ্রাম-হাতিয়া নৌ রুটে ২ টি জাহাজ ঈদের আগে এবং পরে কয়েকদিন পর্যন্ত চলবে। এছাড়া জাহাজে অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।