সমাজের অবহেলিত জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার বিকেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারস্ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চিটাগং সিনিয়রস’ ক্লাবের ইউসিবি মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূঁইয়া, মহাসচিব ডা. জামাল উদ্দিন চৌধুরী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি