২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু হোমিপ্যাথিক ডক্টরস্ এসোসিয়েশন।
বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ এবং বঙ্গবন্ধু হোমিপ্যাথিক ডক্টরস্ এসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য অমল মিত্র, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কাউন্সিলর জহুরলাল হাজারীসহ অন্যরা। আগামীতে এ ধরণের কোনো ঘটনা আর কেউ যেনো ঘটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি