পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবীর বিন আনোয়ার বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পাখীদের অভয় আশ্রম গড়ে তোলার বিকল্প নেই । এজন্য বাংলাদেশের ৬৪ জেলায় ৬৪টি পাখির অভয়াশ্রম করা হবে।
পাশাপাশি পাখির বাসযোগ্য বৃক্ষ রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পাখিদের নিরাপদ আশ্রয় এবং খাদ্যের সংস্থান হবে। পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা হবে। শুক্রবার দুপুরে নাটোরের দিঘাপতিয়া উত্তরা গণভবনে পাখী অভয়ারণ্য উদ্বোধন শেষে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনিরুজ্জামান ভুঁঞা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু সহ নাটোরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি