নগরবাসীর সহযোগিতা পেলে সেবকদের পক্ষে চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
নগরীর আউটার স্টেডিয়ামে সবুজমেলা মঞ্চে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি। চসিক সিবিএ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আলহাজ্ব সফর আলীসহ অন্যরা। এ সময় বক্তারা সকলকে নগর পরিচ্ছন্নতায় একযোগে কাজ করার আহ্বান জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি