সংস্কৃতির বিকাশে সারা দেশে কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে তৃণমূলেও সংস্কৃতির চর্চা হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
গতকাল ‘সৃজন সাংষ্কৃতিক পরিষদে’র প্রতিষ্ঠাবার্ষিকীর পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, সংস্কৃতি সত্যিকারের আলোকিত সমাজ ও মানুষ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পশাপাশি মানুষের চিন্তা, চেতনা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে। সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, ডেপুটি এটর্নি জেনারেল এড. মো. আবুল হাশেম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামলসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি