২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে বাস্তবায়নে চট্টগ্রামকে মডেল তামাকমুক্ত শহরে পরিণত করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
নগরীর টাইগারপাসে চসিক ভবনের সামনে ‘সবুজ ও পরিচ্ছন্ন নগরী, তামাকমুক্ত চট্টগ্রাম গড়ি’ স্লোগানে তামাকমুক্ত চট্টগ্রাম বিষয়ক প্রচারাভিযানের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। মেয়র বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নে পরিচালনা করা হবে ওয়ার্ড ভিত্তিক তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম। সিটি কর্পোরেশনের সচিব মো. আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলমসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি