বৈশ্বিক চাহিদাকে সামনে রেখে চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে স্নাতক কোর্স চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম নগরের সল্টগোলায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২০তম ও মাদারীপুর শাখার নবম ব্যাচের পাসিং আউট কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নৌপ্রতিমন্ত্রী বলেন, সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে সব স্তরে কাজ চলছে। সেই সাথে প্রশিক্ষণের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা হয়েছে। আর তাই জাহাজে চাকরির পাশাপাশি জাহাজ নির্মাণ শিল্পে কাজের সুযোগ মিলছে বাংলাদেশী ক্যাডেটদের। এর আগে কুচকাওয়াজ পরিদর্শন করেন নৌ-প্রতিমন্ত্রী। পরে সেরা প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি