নগরীর কাজীর দেউড়ি মোড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ‘ডা. জাকারিয়া চৌধুরী চত্ত্বরের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় চত্বরটির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে মেয়র বলেন, সমাজে গুনীজনদের সম্মননা প্রদানের সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে গুনী মানুষের উত্থান ঘটে। জনমানুষের জন্য সমাজে যারা অবদান রেখে গেছেন ডা জাকারিয়া চোধুরী তাদের মধ্যে একজন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম শিক্ষা বোর্ড সাবেক চেয়ারম্যান রনজিৎ কুমার ধর, কাউন্সিলর শৈবাল দাশ সুমনসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি