চট্টগ্রামের আনোয়ারায় নগদ অর্থ ও বিদেশি মদসহ ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারশত ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় বখতিয়ারপাড়া অগ্রণী ব্যাংকের সামনে থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়। এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ জানান, এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি মাদক সেবন ও পাচার কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আটককৃতদের মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি